ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘অধিকার আদায়ে ভোক্তাকেই এগিয়ে আসতে হবে’

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

দেশের ভোক্তা সাধারণের অধিকার সংরক্ষণে আইন রয়েছে। সরকার ভোক্তাদের সে অধিকার সংরক্ষণে সকল ব্যবস্থাও নিয়েছে। তারপরও সবার আগের ভোক্তাকে নিজের অধিকার সম্পর্কে সচেতেন হতে হবে। অধিকার আদায়ে সবার আগে নিজেকেই এগিয়ে আসতে হবে। 

আজ রোববার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকে বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। 

এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লায়ও বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামানের সভাপতিত্বে ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক আশাদুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি