ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধের সংগঠক মোজাম্মেল হক আর নেই

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ১৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

শেরপুরের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক মো. মোজ্জাম্মেল হক আর নেই।

শনিবার (১৪ মার্চ) রাত ৮টায় জেলার সদরের বাগরাসাস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 
 
দীর্ঘদিন যাবত তিনি লিভার জটিলতাসহ অন্যান্য রোগে ভুগছিলেন। অর্থাভাবে চিকিৎসার ব্যাঘাত ঘটলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গত বছরের ২৪ জানুয়ারি ২১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।  

আজ রাববার দুপুরে বর্ষীয়ান এ রাজনীতিবিদকে সমাহিত করা হয়। 

জানা গেছে, ১৯৮৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন মোজ্জাম্মেল হক। ১৯৭৫ সালে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদ করায় ১৭ মাস তাকে ময়মনসিংহ জেলা কারাগারের থাকতে হয়েছিল। 

তার মৃত্যুতে শেরপুর জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক করেছে। 

এআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি