ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা সচেতনতায় বাউফলে লিফলেট বিতরণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৬, ১৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে পটুয়াখালীর বাউফলে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যেগে রোববার সকালে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ. স. ম ফিরোজ এমপি পৌর সদরের দলীয় কার্যালয় জনতা ভবন থেকে শুরু করে ইলিশ চত্বর এলাকার ব্যবসায়ী, পথচারি, গাড়ির ড্রাইভারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। 

এসময় উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোশারেফ হোসেন খাঁন, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগমনিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামী লীগ (একাংশ) সভাপতি মো. ইব্রাহিম ফারুক, এপিএস আনিসুর রহমানসহ আওয়ামীলীগ ও সহোযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর উপস্থিতিতে করোনায় আতঙ্কিত না হয়ে এই ভাইরাস থেকে সুরক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্নতার পরামর্শ দিয়ে করোনা প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতির কথা জানান তিনি। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি