ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নলছিটিতে নিউমোনিয়া আক্রান্ত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫৩, ১৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সজল তালুকদার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সজল নলছিটির মাটিভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণিতে পড়তো। সে উপজেলার সরই গ্রামের দেলোয়ার হোসেন তালুকদারের ছেলে। 

সজলের পরিবার জানায়, গত ১৩ মার্চ সজলের প্রচন্ড জ্বর হয়। জ্বর, সর্দি, কাশির পাশাপাশি তাঁর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। স্থানীয়ভাবে ওষুধ খেয়েও সে সুস্থ হয়নি। অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। 

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুয়াল হাসান বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় সজলকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বমির সঙ্গে রক্ত বের হচ্ছিল, পাশাপাশি পাতলা পায়খানাও ছিলো। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য মিলন মাঝি বলেন, জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিল সজল। অনেকেই ধারণা করছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছেকি না। ইতোমধ্যে এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে। আমরা হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে স্থানীয়দের বুঝিয়েছি, তাঁর মৃত্যু নিউমোনিয়ার কারণে হয়েছে। মাগরিব বাদ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি