ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক নির্যাতনে সুনামগঞ্জে প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ১৫ মার্চ ২০২০

কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতন, মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান এবং দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে প্রেস ক্লাবের আয়োজনে শহরের আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় মানববন্ধনে জেলার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা জেলা প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি সংবাদ প্রচার করায় গভীর রাতে বেআইনিভাবে ঘর থেকে বের করে শারীরিক নির্যাতন ও মোবাইল কোর্টে সাজা দেয়ার ঘটনায় নিন্দা জানান।

সাংবাদিক নেতারা বলেন, ‘কুড়িগ্রামের সাংবাদিক নির্যাতনের এ ঘটনা সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের পাশাপাশি স্বৈরাচারী প্রশাসনের বহিঃপ্রকাশ। দেশে বিভিন্ন জায়গায় সাংবাদিকরা আজ নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। সংবাদ কারো বিরুদ্ধে গেলেই সাংবাদিকদের হামলা করা হচ্ছে এটা কোনভাবেই কাম্য নয়।

বক্তারা দ্রুত জেলা প্রশাসকের বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পংকজ দে, সাধারণ সম্পাদক একে এম মহিম, প্রথম আলোর প্রতিনিধি খলিল রহমান প্রমুখ।

এআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি