ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাকার অভাবে হাসপাতালেই পড়ে আছে অগ্নিদগ্ধ শিশু সাথি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ১৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

৫ বছরের শিশু সাথী। আগামী বছর স্কুলে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। শিশু মনে প্রাণের উচ্ছাস। চোখে মুখে আনন্দ। বাড়ির উঠোন আলো করে বেড়ানো ফুটফুটে এই শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। ফাঁকা বাড়িতে অন্য শিশুদের নিয়ে ভাত রান্না খেলা করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামে।

সাথীর মা কল্পনা খাতুন জানান, টাকার অভাবে তার মেয়ের চিকিৎসা করাতে পারছেন না। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। কিন্তু চিকিৎসা তো দুরের কথা মেয়েকে বহন করে নিয়ে যাওয়ার মতো গাড়ি ভাড়ার টাকাও তাদের কাছে নেই। বাধ্য হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে মেয়েকে নিয়ে ৫ দিন যাবৎ পড়ে আছে।

শিশু সাথী খাতুন পোতাহাটী গ্রামের মো. হান্নান শেখের মেয়ে। হাটে হাটে ইঁদুর মারা ওষুধ বিক্রেতা আব্দুল হান্নান শেখের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। ৪ মেয়ে ও এক ছেলে তার। দুই মেয়ে বিয়ে দিয়েছেন। অগ্নিদগ্ধ সাথী সবার ছোট। 

আব্দুল হান্নান জানান, গত বুধবার ফাঁকা বাড়িতে আগুন নিয়ে খেলতে গিয়ে সাথীর জামায় আগুন লেগে যায়। আগুন নেভাতে গিয়ে আরো দুই শিশুর হাত পুড়ে যায়। আগুনে সাথীর শরিরের এক তৃতীয়াশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসা করালে ফুটফুটে মেয়েটি সুস্থ হয়ে উঠতো বলে চিকিৎসকরা তাদের কাছে জানিয়েছেন।

কিন্তু টাকার অভাবে সাথীর চিকিৎসা হচ্ছে না। সমাজের বিত্তবানদের কাছে সাথীর হতদরিদ্র পিতা আব্দুল হান্নান শেখ আর্থিক সহায়তা চেয়েছেন। আব্দুল হান্নানের সাথে যোগাযোগ মোবাইল নম্বর ০১৯৬৬-৭৯৫৫৯৪, বিকাশ নং (ভাই আল আমিন) ০১৯১২-০২৫৭৯০

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি