ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোম্পানীগঞ্জে বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৭, ১৫ মার্চ ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাস চাপায় আরমান হোসেন (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্র উপজেলার রামপুর ইউনিয়নের বাঞ্ছনারাম গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ছিল।

রোববার (১৫মার্চ) দুপুর পৌনে একটার দিকে বসুরহাট টু চাপরাশিরহাট সড়কের বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নিহতের মামা সোহেল জানান, সে মোটরসাইকেল নিয়ে নানার বাড়িতে ঘুরতে আসে সকাল ১১টার দিকে। পরে নানার বাড়ি থেকে যাওয়ার পথে নানার বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তীতে পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি