ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হিলিতে উন্মুক্তভাবে ভাতাভোগীদের বাছাই কার্যক্রমের উদ্বোধন

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪১, ১৬ মার্চ ২০২০

সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে, শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা- এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা মহিলা ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উন্মুক্তভাবে ভাতা ভোগীদের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত হিলি পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে উন্মুক্তভাবে ভাতাভোগীদের এই বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সমাজসেবা কর্মকর্তা কামরুজামান সুজনসহ অনেকে।

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানায়, উন্মুক্ত পদ্ধতিতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যাদের বয়স হয়েছে ও প্রকৃত পাওয়ার যোগ্য পৌরসভার এমন ৬৫ জন বয়স্ক, ৬৫ জন বিধবা ও ৬৫ জন প্রতিবন্ধিকে বাছাই করে তাদের মাঝে ভাতার কার্ড প্রদান করা হয়েছে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি