ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা মুক্তি পেতে একুশে ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৯, ১৬ মার্চ ২০২০ | আপডেট: ২০:২০, ১৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস হতে মুক্তি পেতে একুশে টেলিভিশনের সামাজিক সেবা সংগঠন একুশে ফোরমের উদ্যোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুর শহীদ মিনার চত্তরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বাদ এশা এই মিলাদ মাহফিলে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু, ফোরামের উপদেষ্টা টেলিভিশনের প্রতিনিধি স্বপন মির্জা, সদস্য অধ্যক্ষ আতিকুল ইসলাম ফজলু, সাইদুল ইসলাম, মিজানুর রহমান মজনু, ইসমাইল হোসেন, সেলিম রেজা, প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, একমাত্র সচেতনতাই পারে বাংলাদেশসহ পৃথিবীকে করোনা ভাইরাস মুক্ত রাখতে। এ লক্ষে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহন করেছে। আমাদেরও সবাইকে এ বিষয়ে অবহিতে কাজ করতে হবে। মনে রাখতে হবে এ রোগের কোন রকম উপসর্গ দেখা মাত্রই চিকিৎসক তথা কর্তৃপক্ষকে জানাতে হবে। তাকে সুস্থ করতে হবে। এখন নিজেরা সচেতন এবং আল্লাহর কাছে ফরিয়াদ জানানো ছাড়া আমাদের কারো উপায় নেই। 

পরে স্থানীয় মুরুব্বী মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মসুল্লী সহ বিভিন্ন পেশাজীবিরা অংশ নেন। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি