ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে কীটনাশক প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ২২:১৭, ১৬ মার্চ ২০২০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরে কীটনাশক ঔষধ প্রয়োগ করে প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬মার্চ) ইউপি সদস্য মজিবর রহমানের পুকুরে এ ঘটনার পর ফুলবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার শিমুলবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য ও তালুক শিমুলবাড়ী গ্রামের মৃত: নুরুজ্জামান মিয়ার পূত্র ইউপি সদস্য মজিবর রহমানের পুকুরে রোববার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার জনৈক শফিকুল ইসলাম কীটনাশক ঔষধ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ১ লক্ষ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে।  

এ দিকে অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম জানান, পারিবারিক শত্রুতার জেরে আমার বিরুদ্ধে মাছ নিধনের অভিযোগ করা হয়েছে। আমি এ বিষয়ে কিছুই জানি না। এ ব্যাপারে ফুলবাড়ী থানার এস.আই গনেন চন্দ্র রায় জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে মাছ নিধনের সত্যতা পাওয়া গেছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি