ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে উদযাপন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৫৮, ১৭ মার্চ ২০২০

নানা আয়োজনের মধ্যদিয়ে গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হচ্ছে। 

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। 

পরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা পরিষদের প্রধান নির্বাহী জামিল আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে দোয়া, মোনাজাত ও কেক কাটা হয়।

এদিকে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শহরের দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  করে। 

সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়াসহ অন্যান্যরা। 

এআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি