ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফেনীতে বঙ্গবন্ধুর জন্মশতার্ষিকী পালিত

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৬, ১৭ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 

আজ মঙ্গলবার সকালে শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। 

জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার নুরন্নবী, পৌর মেয়র আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আক্রামুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি