ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে কলেজ গেট ভেঙে নিহত ৪, আহত ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৬, ১৭ মার্চ ২০২০ | আপডেট: ১৮:৪২, ১৭ মার্চ ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে নির্মাণাধীন কলেজের গেট ভেঙে ঘটনাস্থলেই ৪ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার ও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলার গুল্টা শহীদ এম মনসুর আলী ডিগ্রী কলেজের সদ্য নির্মাণকৃত তোরণ ভেঙে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো গুল্টার রাসুল উল্লার ছেলে তোজাম আলী (৫০), সুলতানের ছেলে রাসেদুল ইসলাম (৩০), সাহাদত হোসেনের ছেলে আতিক হোসেন (২২) ও আরেক জন অজ্ঞাত। এদিকে ঘটনাস্থল স্থানীয় এমপি অধ্যাপক ডঃ আব্দুল আজীজ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ হাটের দিন হওয়ায় লোকসমাগম বেশী ছিল এবং গেটের নীচে অনেক দাড়িয়ে ছিল। হঠাৎ গেটের উপরি অংশ তাদের উপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও অন্যরা আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। 

ওই কলেজের প্রভাষক আবুল বাশার অভিযোগ করে বলেন, কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ একক সিদ্ধান্তে সৌন্দর্য কারার জন্য নিম্নমানের তিন মাস আগে পাকা গেটটি নির্মাণ করেন। নিম্নমানের কাজ করার ফলে এ দুর্ঘটনা ঘটে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি