ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নড়াইলে মুজিববর্ষের উদ্বোধন করলেন মাশরাফি 

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৭, ১৭ মার্চ ২০২০

নড়াইলে মুজিববর্ষের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপি মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন তিনি। 
 
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন মাশরাফি বিন মর্তুজা।
 
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা। 

এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুজিববর্ষ পালন করা হচ্ছে। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি