ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৩২, ১৭ মার্চ ২০২০

রাজশাহীর বাগমারায় রান্না করার জন্য জ্বালানি হিসেবে গাছের পাতা কুড়ানো নিয়ে ঝগড়ার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। 

সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকের এ ঘটনায় নিহতের নাম নাজিদুল ইসলাম নাঈম (২৫)। তিনি উপজেলার বাসুপাড়া গ্রামের মৃত আসগর আলীর ছেলে। 

ঘটনার পর তার ছোট ভাই মকিদুল ইসলাম (২২) পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান বাগমারা থানার ওসি আতাউর রহমান।

তিনি জানান, ‘সোমবার সকালে বাড়ির পাশে গাছের পাতা কুড়ায় মকিদুলের স্ত্রী। এ নিয়ে মকিদুলের সঙ্গে তার বড় ভাই নাজিদুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় গ্রামের লোকজন গিয়ে তাদের সরিয়ে দিয়ে মীমাংসা করে দেন।’

আতাউর রহমান বলেন, ‘ওই ঘটনার জের ধরে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে বাসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের একটি চায়ের দোকানে দুই ভাইয়ের মধ্যে ফের কথাকাটাকাটি শুরু হয়। এ সময় ছোট ভাই মকিদুল তার বড় ভাই নাজিদুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজিদুল মারা যান।’

ওসি বলেন, ‘খবর পেয়ে রাতেই বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নাজিদুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার সকালে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’ 

মকিদুলকে গ্রেফতারে রাতেই কয়েকটি স্থানে পুলিশ অভিযান জালায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এআই/এসি
 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি