ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে মন্দিরের স্বর্ণালঙ্কার চুরি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৭, ১৮ মার্চ ২০২০

রাজবাড়ী শহরের পৌর এলাকার লক্ষীকোল হরিসভা মন্দিরে রাতের অন্ধকারে মন্দিরের তালা ও দানবাক্স ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এতে মন্দিরের প্রায় ৫ থেকে ৬ ভরি স্বর্ণ ও ৫০ থেকে ৬০ ভরি রূপা এবং দানবাক্স থাকা কিছু নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত সোমবার (১৬ মার্চ) দিবাগত মধ্যে রাতের কোনও এক সময় এ চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মন্দিরের সেবায়েত ও কমিটির সদস্যবৃন্দের ধারণা, মন্দির খোলা থাকা অবস্থায় কিছু বখাটেরা মন্দির প্রাঙ্গণে আড্ডা দেয় ও নেশা জাতীয় দ্রব্যাদি সেবন করে, তারাই এ চুরির সাথে জরিত।

এ ঘটনায় মন্দিরের সভাপতি ও সাধারণ সস্পাদকসহ স্থানীয় মহিলা কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও চুরির ঘটনাটি সদর থানা পুলিশকে জানিয়েছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি