ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হিলিতে ৬৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৬, ১৮ মার্চ ২০২০

দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ বানু আকতার (৪৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার হিলির পালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে তাকে আটক করা হয়। সে বগুড়া সদড় উপজেলার হাজড়াদিঘী গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, এক নারী মাদক ব্যবসায়ী ইজিবাইকে করে মাদক নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের পালপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে হিলি থেকে জালালপুরগামী একটি ইজিবাইক থেকে বানু আকতারকে আটক করা হয়। এসময় তার শরীরে বিশেষ কায়দায় ফিটিং অবস্থায় ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি