ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ফেনীতে ৫৪ প্রবাসীসহ ১৬৬ জন কোয়ারেন্টাইনে

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ১৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ফেনীতে বিদেশ থেকে আসা ৫৪ জন এবং তাদের পারিবারের সদস্য মিলে মোট ১৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সকালে ফেনী সিভিল সার্জন ডা. মোঃ সাজ্জাদ হোসেন জানান, কোয়ারেন্টাইনে থাকা সকলকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ বিভাগ। কোয়ারেন্টাইনে থাকা লোকদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ বিভাগের কর্মীরাও। 

এছাড়া জেলা প্রশাসন এবং স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদেরও দায়িত্ব দেয়া হয়েছে দেখা-শুনা করার জন্য। সিভিল পোশাকে পুলিশও কোয়ারেন্টাইনে থাকা লোকজনকে পর্যবেক্ষণ করছেন। তবে কোয়ারেন্টাইনে থাকা লোকজনের সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩০ বেড, ফেনী ট্রমা সেন্টারে ৩০ বেড, সোনাগাজীর মঙ্গলকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ বেডসহ পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ বেড করে মোট ১০৫ বেডের আইসোলেশন কর্নার করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি