ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে ৯৭ জন, একজনকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ১৮ মার্চ ২০২০

টাঙ্গাইল সদর হাসপাতাল। ছবি: একুশে টেলিভিশন

টাঙ্গাইল সদর হাসপাতাল। ছবি: একুশে টেলিভিশন

টাঙ্গাইলে এখন পর্যন্ত ১০২ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে। কোয়ারেন্টাইন থেকে লোকালয়ে আসায় সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তিতে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৮ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ অর্থদণ্ডের আদেশ দেন। অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম। তিনি কাকরাজান ইউনিয়নের সেলিম মিয়ার ছেলে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ বদিউজ্জামান জানান, গত ৭ মার্চ উপজেলার কাকরাজান ইউনিয়নের হামিদুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে আসেন। এরপর তার সঙ্গে যোগাযোগ করে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি সেটা না মেনে বুধবার সকালে জনসন্মুখে ঘোরাফেরা করছিলেন। এ কারণে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি