ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাঙ্গলকোটে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ১৮ মার্চ ২০২০

পৌর মেয়র মোহাম্মদ আব্দুল মালেক মশার ওষুধ দিচ্ছেন। ছবি: একুশে টেলিভিশন

পৌর মেয়র মোহাম্মদ আব্দুল মালেক মশার ওষুধ দিচ্ছেন। ছবি: একুশে টেলিভিশন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বর্ষব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) পৌর চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ আব্দুল মালেক। এসময় পৌর কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরদের সহায়তায় এলাকার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ সরিয়ে ডেঙ্গু মশার বিস্তার রোধে ওষুধ ছিটানো হয়।

পরে নাঙ্গলকোট বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি