ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় ১৭৪ জন হোম কোয়ারেন্টাইনে

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ১৮ মার্চ ২০২০ | আপডেট: ১৭:০৭, ১৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা জেলার ১৭ উপজেলায় আজ বুধবার নতুন করে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে ১৬৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছি। বর্তমানে কুমিল্লায় মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৭৪ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান। তিনি বলেন,  হোম কোয়ারেন্টাইনে যাদেরকে রাখা হয়েছে তারা ইতালি, সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান ফেরত। 

তিনি বলেন, করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসার কারণে তাদের মধ্যে যদি সর্দি, কাশি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, পাতলা পায়খানাসহ শরীরে কোনও সমস্যা দেখা দেয় তবে টেলিফোনে সংশ্লিষ্ট ডাক্তার বা সিভিল সার্জনকে জানাতে বলা হয়েছে।

ডা. নিয়াতুজ্জামান আরও বলেন, যদি এমন কোনও সমস্যা হয়, সিভিল সার্জন অফিসের ডাক্তাররা তাদের কার্যকর ড্রেস পরে ওই রোগীর রক্তের নমুনা সংগ্রহ করে তা ঢাকা আইইডিসিআরে পাঠাবেন। পরীক্ষায় যদি কিছু ধরা পড়ে তবে পরের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি