ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসী যুবককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২১, ১৮ মার্চ ২০২০

কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসী যুবককে জরিমানা

কোয়ারেন্টাইনে না থাকায় প্রবাসী যুবককে জরিমানা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থাকায় ওমান ফেরত এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৮ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদি গ্রামে এ ঘটনা ঘটে। অর্থদণ্ডপ্রাপ্ত প্রবাসী যুবক উপজেলার রূপসদি গ্রামের বাসিন্দা। 

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার জানান, জনস্বাস্থ্য রক্ষার্থে করোনা ভাইরাস নিয়ে আমরা প্রতিনিয়ত উপজেলার সর্বত্র জনগণকে সচেতনাতামূলক পরামর্শ  দিয়ে আসছি। 

তিনি বলেন, ওই যুবক চলতি মাসের ৮ তারিখ ওমান থেকে দেশে ফিরেছেন। করোনা ভাইরাসের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরকারি নির্দেশ অনুযায়ী ওই যুবককে ১৪ দিন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিলো। কিন্তু ওই যুবক হোম কোয়ারেন্টাইনে না থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ১৪ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি