টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৮ দালালকে কারাদ্বণ্ড
প্রকাশিত : ১৮:৫৪, ১৮ মার্চ ২০২০
টাঙ্গাইলে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়েছে।
বুধবার দুপুরে র্যাব-১২ সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল দালাল চক্র সক্রিয় আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের নুরুল আমিন খানের ছেলে সোহেল খানকে (২৪) পাঁচ দিন ও শহরের বিশ্বাস বেতকা গ্রামের খন্দকার মনজু মিয়ার ছেলে খন্দকার আল আমিনকে (৩০) আট দিন এবং নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের কামাল পাশার ছেলে নুপুর হাসান (৩০), দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫), সদর উপজেলার সন্তোষ গ্রামের মৃত মাইনোদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৪০), ধূলেরচর গ্রামের আ. মালেক সরকারের ছেলে মো. রাজন (৩৬), মীরের বেতকা গ্রামের মীর আব্দুল মিয়ার ছেলে মীর হাবিব (৩১), মো. আবুল কাশেম আলীর ছেলে আব্দুল বারেককে (৪২) সাতদিন করে জেল দেয়া হয়েছে।
এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আরকে//
আরও পড়ুন