ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাউফলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৭, ১৮ মার্চ ২০২০

পটুয়াখালীর দৈনিক খবরপত্রের বাউফল প্রতিনিধি এইচ এম বাবলুর ওপর মঙ্গলবার রাতে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার কালাইয়া বন্দরে ঘটে এ ঘটনা। স্থানীয়রা উদ্ধার করে ওই রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আহত সাংবাদিক বাবলু ও স্থানীয়দের কয়েকজন জানান, (১৬ মার্চ) সোমবার দুপুরের দিকে বাহির দাশপাড়া গ্রামের তার পৈত্রিক জমির সীমানা পিলার উপড়ে ফেলে একই গ্রামের বাসিন্দা সৈয়দ শহিদুল ইসলাম নামে একজন। ঘটনার রাতে বন্দরে দেখা হলে এ বিষয়ে জানতে চাইলে ক্ষুদ্ধ হয়ে শহিদুল তার সঙ্গে থাকা ৩-৪ জন মিলে হামলে পড়েন বাবলুর ওপর। 

এঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদকর্মীদের অনেকেই। এ ঘটনায় থানায় অভিযোগের কথা উল্লেখ করে শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।  

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি