ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

কোয়ারেন্টাইন না মানায় সৌদি প্রবাসীকে জরিমানা 

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৫, ১৮ মার্চ ২০২০ | আপডেট: ২০:২৪, ১৮ মার্চ ২০২০

সুনামগঞ্জের ছাতক পৌর শহরে হোম কোয়ারেন্টাইন না মানায় মো. গিয়াস উদ্দিন নামে এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আাদালত। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মো. মইনুল ইসলামের ছেলে।
 
বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, ওসি তদন্ত মইনুদ্দিন, ডা. রাজীব চক্রবর্তী প্রমুখ। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা বলেন, হোম কোয়ারেন্টাইন না মানায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেছে। তিনি বলেন, করোনা ভাইরাস থেকে সাধারণ জনগণকে সচেতন করতে আমরা উপজেলা ও পুলিশ প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষজনকে সচেতন করার চেষ্টা করছি। 

এ ব্যাপারে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. সামছুদ্দিন জানান, জেলায় বিদেশ ফেরৎ ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনের নজরদারীতে রাখা হয়েছে।

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি