ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে কোয়ারেন্টাইন অমান্য করায় ৩ জনকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৫, ১৮ মার্চ ২০২০ | আপডেট: ২২:১৪, ১৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে হোম কোয়ারান্টাইন নির্দেশ অমান্য করার দায়ে কক্সবাজারে বিদেশ ফেরত ৩ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহজাহান আলী।

তিনি জানান, জীবন বিপন্নকারী করোনা ভাইরাস রোগের সংক্রমন বিস্তার প্রতিরোধে কেউ সরকারের নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের কোন তথ্য থাকলে জেলা প্রশাসনকে জানানো আহবান জানানো হয়েছে।

মানসম্মান রক্ষার স্বার্থে দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তির নাম-ঠিকানা প্রকাশ করতে অপরাগত প্রকাশ করেছেন।
এদিকে, বুধবার (১৮ মার্চ) বিকালে জেলা প্রশাসকের ফেসবুক পেজে এই নির্দেশনা প্রচার করা হয়েছে।

নির্দেশনাসমূহ হলো-
১) সৈকত এলাকাসহ যেকোন জনসমাগম এলাকা পরিহার করুন।
২) সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে শিক্ষার্থীদের নিরাপদে ঘরে অবস্থানের জন্য, বাইরে বেড়ানো বা কোচিং করার জন্য নয়। সরকারের নির্দেশনা মেনে চলুন।
৩) কক্সবাজার সফরের পরিকল্পনা থাকলে তা পুনর্বিন্যাস করে ঝুঁকিমুক্ত সময় নির্ধারণ করুন।
৪) সকল স্বাস্থ্য সতর্কতা মেনে চলুন। নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ থাকতে সহায়তা করুন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি