ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪

তাড়াশে কলেজগেট ভেঙ্গে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:১০, ১৮ মার্চ ২০২০ | আপডেট: ২২:১৭, ১৮ মার্চ ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে কলেজ গেট ভেঙ্গে ৪ জন নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব গোলাম রাব্বিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে তাড়াশের ইউএনও ইফফাত জাহান ও উপজেলা প্রকৌশলী বাবুল হোসেনকে সদস্য করা এ কমিটিকে ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এদিকে কলেজের অধ্যক্ষ আসাদ-উজ-জামানকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন গাবরগাড়ি গ্রামের মৃত তোজাম্মেল হকের জামাতা আব্দুস সাত্তার।

জানা যায়, মঙ্গলবার বিকেলে গুল্টা শহীদ এম.মনসুর আলী ডিগ্রি কলেজের গেট ধসে ঘটনাস্থলেই এক শিশু সহ চার জন নিহত ও ৭ জন আহত হয়। বছর খানেক আগে কলেজ অধ্যক্ষ আসাদ-উদ-জামান নিন্মমানের সামগ্রী দিয়ে তোরণ নির্মাণের কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে উল্লেখিত তদন্ত কমিটি গঠন করা হয়।
 
এছাড়া বুধবার দুপুরে ঘটনায় নিহত তোজাম্মেল হোসেনের জামাতা ঐ অধ্যক্ষকে প্রধান আসামী ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে বলে থানা অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান। 

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনার সুষ্ঠ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি