ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরের উত্তরা গণভবনসহ সকল দর্শনীয় স্থান বন্ধ

নাটোর প্র‌তি‌নি‌ধি

প্রকাশিত : ১৫:৫৪, ১৯ মার্চ ২০২০

নাটোর উত্তরা গণভবন। ছবি: একুশে টেলিভিশন

নাটোর উত্তরা গণভবন। ছবি: একুশে টেলিভিশন

করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন খ্যাত নাটোরের ‘উত্তরা গণভবন’, বঙ্গজ্জ্বল রাজবাড়ি, গ্রীণ ভ্যালী পার্কসহ সকল দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা করেছে নাটোর জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলা প্রশাসক মো: শাহরিয়াজ এ প্র‌তিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন উত্তরা গণভবন, নাটোরের রানী ভবানী রাজবাড়ি, লালপুরের গ্রীণ ভ্যালী পার্ক বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক আরও বলেন, এর পাশাপাশি যেখানে বেশি গণজমায়েত হয় এমন দর্শনীয় স্থানও বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্শনীয় স্থানগুলো খুলে দেওয়া হবে। সকলকে সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ করা হল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি