ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনা আতঙ্ক: ষাটগম্বুজ মসজিদে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪১, ১৯ মার্চ ২০২০

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশ্বঐতিহ্য বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও আশপাশের সকল পর্যটন এলাকায় দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঊর্দ্ধোতন কর্তৃপক্ষের নির্দেশে বাগেরহাট প্রত্মতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস এ নিষেধাজ্ঞা জারি করেন। বিষয়টি বাস্তবায়ন করতে ষাটগম্বুজে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাট প্রত্মতত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান গোলাম ফেরদাউস বলেন, ঊর্দ্ধোতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে ষাটগম্বুজসহ আশপাশের পর্যটন এলাকায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে বলে জানান তিনি।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি