ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ৬৯ জন কোয়ারেন্টাইনে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:৪৯, ১৯ মার্চ ২০২০

সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় বিদেশ থেকে আসা আরও ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলার সাতটি উপজেলায় মোট ৬৯ জনকে পর্যবেক্ষণে রাখা হলো।

সিরাজগঞ্জ সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত চার দিনে জেলায় মোট ৬৯ জন প্রবাসী দেশে ফিরেছেন। এদের মধ্যে বেলকুচির ১৪, উল্লাপাড়া ১৫ জন, রায়গঞ্জের ৫,সদর ৬ জন , কাজীপুর ১৪, শাহাজাদপুর ১০ ও কামারখন্দ ৫ জন রয়েছেন।  এদের সবাইকে আগামী ১৪ দিন ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি