ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ কনস্টেবল ‘হোম কোয়ারেন্টাইনে’

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ২০:২৫, ১৯ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে পাসপোর্টযাত্রীদের চিকিৎসা সেবায় নিয়োজিত রুবেল নামে এক পুলিশ কনস্টেবলকে ‘হোম কোয়ারান্টাইন’ এ রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, যশোর জেলা পুলিশ থেকে ছয় জন কনস্টেবলকে পাসপোর্টযাত্রীদের চিকিৎসা সেবায় নিয়োজিত জন্য বেনাপোল ইমিগ্রেশনে আনা হয়। এদের মধ্যে রুবেল নামে একজন কনস্টেবলের জ্বর দেখা দেওয়ায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার জানান, বেনাপোল ইমিগ্রেশনে চিকিৎসা সেবায় নিয়োজিত পুলিশ কনস্টেবল রুবেলের জ্বর, সর্দি, কাশি হওয়ায় তার সুস্থ্যতার জন্য তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এবং তাকে ১৪ দিন ‘হোম কোয়ারান্টাইনে’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি