ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় নির্দেশনা না মানায় ২ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত : ২২:১৫, ১৯ মার্চ ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা না মানায় ২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পাইকপাড়া এলাকায় বিদেশ ফেরত দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। 

তিনি জানান, ‘সিঙ্গাপুর ও ওমান থেকে আসা ওই দুই ব্যক্তি প্রকাশ্যে ঘুরাফেরা করছিল। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত শহরের পাইকপাড়ায় ওই ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করতে দেখে সংক্রমণ ব্যাধি নিয়ন্ত্রণ আইনে জরিমানা করে।’ 

এদিকে পুলিশের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিলি করা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিলি করে পুলিশ। 

উল্লেখ্য, গত ১ মার্চ থেকে গতকাল বুধবার মার্চ পর্যন্ত ৯ হাজার ২০৮ জন প্রবাসী বিভিন্ন করোনা আক্রান্ত দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন। তাদের মধ্যে আজ পর্যন্ত মাত্র ৪২ জনকে হোম কোয়ারাইনটাইনে রাখা হয়েছে। 

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি