ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনা প্রতিরোধে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩১, ১৯ মার্চ ২০২০

করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পূর্ব ও পশ্চিম সুন্দরবনজুড়ে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন। 

তিনি বলেন, ‘এমনিতে সম্প্রতি করোনা ভাইরাস আতংকে মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবনে পর্যটকদের আগমন মারাত্মকভাকে কমতে থাকে। এতে স্থানীয় ট্যুরিস্ট ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা আর্থিক ক্ষতিতে পড়েন। এমতাবস্থায় সুন্দরবনে পর্যটক প্রবেশে এ নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটন শিল্পের সাথে জড়িতরা।’
 
এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বনের অভ্যন্তরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে থাকা দর্শনার্থীরা। 

এআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি