ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে ট্রাক-পিকআপ মুখোমুখি, প্রাণ গেল ২ জনের

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ২০ মার্চ ২০২০

নরসিংদীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় গুরত্বর আহত হয়েছেন আরো ৬ জন।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীর ভগীরথপুর এলাকার একটি মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই পিকআপের যাত্রী ছিলেন। তারা হলেন- নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামের মৃত হাতেম আলী প্রধানের ছেলে আব্দুল বারেক (৫৬) এবং অপর ব্যক্তির (৩০) পরিচয় জানা যায়নি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নরসিংদী সদর উপজেলার কান্দাইল থেকে একটি পিকআপ ভাড়া করে শেখেরচর বাবুরহাটে যাচ্ছিলেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি