ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০১, ২০ মার্চ ২০২০

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ইয়াছিন মিয়া (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নন্দনপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিনের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামে। এ সময় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার জানান, ‘নিহত ইয়াছিন মিয়াসহ তিনজন মোটরসাইকেলে করে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন। পথে নন্দনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মিয়া নিহত হন। পরে অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি