ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৭, ২০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসচাপায় কায়েস আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কায়েস গাজীপুর সিটি করপোরেশনের লোহাকৈর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়ার জানান, ‘উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চন্দ্রা ত্রিমোড়গামী মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত চলে গেলে ঘটনাস্থলেই কায়েস আহম্মেদ নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। পরে তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি