ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহীন মিয়া নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার জোড়দিঘী ফুলমালির চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহীন ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের রোস্তম মিয়ার ছেলে ও সখীপুর উপজেলার রফিক রাজু স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় জাহাঙ্গীর নামে আরও একজন আহত হয়েছেন।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ‘নিহত শাহীন ও জাহাঙ্গীর উপজেলার জোড়দিঘী বাজার থেকে পাশের কয়াদি বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে লাগে। মাথায় বেশি আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই শাহীন মারা যান। গুরুতর আহত হয় জাহাঙ্গীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি