ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা: কক্সবাজারে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ২০ মার্চ ২০২০

কক্সবাজারে সব ধরণের সভা-সমাবেশ ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাব থেকে নিজেকে বাচাতে নিয়মিত সতর্কতামুলক ব্যবস্থা নিচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন। 

শুক্রবার সকালে জেলা প্রশাসকের ফেসবুকে পেইজে করোনা ভাইরাস প্রতিরোধ করতে ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়ানুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন। 

এই ঘোষণা শুক্রবার ২০ মার্চ থেকে কার্যকর করা হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে জনসমাগম, জনসমাবেশ এবং সর্বোপরি সৈকত থেকে পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা এবং পর্যটকদের নানাভাবে নিরুৎসাহিত করেছে। এতে করে অন্তত করোনা ভাইরাস থেকে বাচার সম্ভাবনা রয়েছে বলে জানা জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

উল্লেখ্য,করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে কক্সবাজার জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। একইভাবে নিজ নিজ অবস্থান থেকে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন সচেতনতামুলক মাইকিং অব্যাহত রয়েছে। এখনো কক্সবাজারে কোথাও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি। সব মিলিয়ে করোনা মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি