আক্কেলপুরে করোনা সন্দেহে আইসোলেশনে ১ জন
প্রকাশিত : ১৭:৪১, ২০ মার্চ ২০২০
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইসমাইল হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে ।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, (২০ মার্চ) শুক্রবার সকালে জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথায় অসুস্থ হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসেন পার্শ্ববর্তী নঁওগা জেলার বদলগাছি থানা এলাকার বলরামপুর গ্রামের মৃত খেজমত আলীর ছেলে ইসমাইল হোসেন (৬০)। তিনি প্রবাসী না হলেও তার প্রবাসী জামাতা দেলোয়ার হোসেন ওমান থেকে গত ২০/২২ দিন পুর্বে আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের নিজ বাড়িতে এসেছেন। তার জামাতার মাধ্যমে তিনি সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাধেশ্যম আগরওয়ালা বলেন, তার শরীরে করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো দেখা যাচ্ছে। তিনি করোনা সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এ কারণে তাকে পর্যবেক্ষণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
কেআই/আরকে
আরও পড়ুন