ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনা প্রতিরোধে র‌্যাব কমান্ডারের অনন্য উদ্যোগ ‘নিরাপদ কর্নার’

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশিত : ১৮:৪৪, ২০ মার্চ ২০২০

সাতসকালে শ্রীমঙ্গল চৌমুহনার এক কোণে দেখা গেলো এক অভূতপুর্ব দৃশ্য। পথচারীরা রাস্তার পাশে রাখা বেসিনে সাবান, হ্যান্ডওয়াশ এবং পানি দিয়ে হাত পরিষ্কার করছেন। পাশেই ব্যানারে লেখা ‘নিরাপদ কর্নার’। এই ‘নিরাপদ কর্নার’ স্থাপনের সৃজনশীল উদ্যোগটি নিয়েছেন শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীম। মূলত তার আগ্রহ ও উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব’র সহযোগিতাতেই এ সেবামূলক কার্যক্রমটি আলোর মুখ দেখে। 

শুক্রবার (২০ মার্চ) স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে করোনা ভাইরাস (কোভিড - ১৯)  সংক্রামণ প্রতিরোধে এবং ‘হাত ধোয়ার অভ্যাস’ ব্যাপকভাবে জনগনের মধ্যে গড়ে তোলার লক্ষে এ উদ্যোগটি গ্রহণ করা হয়। বিকেল তিনটায় সরেজমিনে শ্রীমঙ্গল পৌর এলাকার চৌমুহনা মোড়ে গিয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন শ্রেণী - পেশা ও বয়সের অসংখ্য নারী -পুরুষ নিরাপদ কর্নাওে এসে বিপুল আগ্রহ নিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছেন।  

পথচারীরা এ সময়োপযোগী উদ্যোগকে সমর্থন করেন এবং র‌্যাব কর্মকর্তা কর্তৃক গৃহীত এ প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন। র‌্যাব কমান্ডার আনোয়ার হোসেন শামীম  সামাজিক দায়বদ্ধতা ও কর্তব্যে জায়গা থেকে প্রতিবন্ধী থেকে শুরু করে পথচারীদের কোভিড - ১৯ সম্পর্কে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ দেন এবং সকল প্রকার গুজব এড়িয়ে সময়ে সময়ে সরকার নির্দেশিত নির্দেশনা ও পরামর্শগুলো যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করেন। এ সময় সমাজের বেশকিছু সুবিধাবঞ্চিত ও নি¤œ আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে করোনা প্রতিরোধী মাস্ক বিতরণ করা হয়।

‘নিরাপদ কর্নারে’ হাত ধুতে আসা ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় এ প্রতিবেদককে বলেন, ‘একজন সরকারী কর্মকর্তা হয়ে র‌্যাবের এএসপি সাহেব যেভাবে জাতির এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন এটা সত্যিই প্রশংসনীয়। 

গণসচেতনতামূলক বক্তৃতা - বিবৃতি বা লিফলেট বিতরণের কার্যক্রম পরিচালনার পাশাপাশি এরকম ছোট ছোট উদ্যোগ যদি সবজায়গায় গ্রহণ করা যায় তাহলে করোনা পরিস্থিতি মোকাবেলায় তা আরো অধিক ফলপ্রসু হবে বলে আমার পুর্ণ বিশ্বাস।

এ প্রসঙ্গে এ প্রকল্পটির উদ্যোগগ্রহণকারী  র‌্যাব - ৯’র এএসপি আনোয়ার হোসেন শামীম জানান, ‘ আসলে দেশবাসীর এই কঠিন মুহুর্তে তাদের জন্য কিছু করার ব্যক্তিগত তাড়না থেকেই উদ্যোগটি নেওয়া। আমি হয়তো একটি মাত্র নিরাপদ কর্নার চালু করতে পেরেছি কিন্তু আমার বিশ্বাস দেশের যুব সমাজ এগিয়ে এলে সারাদেশেই এই নিরাপদ কর্নারের ধারণাটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি এই কাজে তরুনদের অংশগ্রহণ প্রত্যাশা করছি। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘এ পদক্ষেপটি একটি প্রশংসনীয় উদ্যোগ। জনস্বার্থে গৃহীত এ পদক্ষেপটি মানুষের উপকারে অবশ্যই আসবে। আমি এ উদ্যোগকে বেগবান করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি