শার্শা ও বেনাপোলে ভ্রাম্যমাণ আদালতের ৩৪ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ২০:২৬, ২০ মার্চ ২০২০
যশোরের শার্শা ও বেনাপোলে সবজি, চাউল ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে শার্শার নাভারন ও বেনাপোলে বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল।
তিনি জানান, করোনার অজুহাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে বেনাপোল বাজারের চাল ব্যবসায়ী মোশারেফ এন্টারপ্রাইজকে বিশ হাজার টাকা, শেখ এন্ড সন্সকে পাঁচ হাজার টাকা, এক পেঁয়াজ ব্যবসায়ীকে এক হাজার টাকা ও নাভারন বাজারের দুই পেঁয়াজ ব্যবসায়ী আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এবং বাজার সহনশীল পর্যায়ে রাখতে মনিটরিংসহ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কেআই/আরকে
আরও পড়ুন