ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

হিলিতে মাদক ব্যবসায়ীসহ আটক ৫ 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৮, ২০ মার্চ ২০২০

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ৫ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো, হিলির নওপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রেকাদ হোসেন (৩৫), বড়চড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে এরফান আলী (৩০), দক্ষিণবাসুদেবপুর গ্রামের মৃত. সামছুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৮) গাইবান্ধার জামালপুরের শাহানুরের ছেলে সিয়াম সরকার (১৯), হযরত আলীর ছেলে শাকিল হোসেন (২১)।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, সীমান্ত এলাকায় মাদক বিক্রি ও সেবন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। 

এসময় ১৮ বোতল ফেনসিডিলসহ রেকাদ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও মাদকসেবনের দায়ে এরফান, শহিদুল, সিয়াম, শাকিল নামের চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শুক্রবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি