ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাঞ্ছারামপুরের করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বাঞ্ছারামপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৯, ২০ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল-মামুন। 

শুক্রবার জুম্মার নামাজের আগে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের কমলপুর উত্তর পাড়া জামে মসজিদে এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন,বাঞ্ছারামপুর মডেল থানার এস আই ইউসুফ, মো. রফিক, ভোরের কাগজের বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রমুখ। 

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বলেন, প্রবাসীরা দেশে পা রাখার পর ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন এ থাকবেন। যদি প্রবাসফেরত ১৪ হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলাচল করে তাহলে অমান্যকারীদের বাড়িতে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা  নেওয়া হবে। এসময় তিনি করোনা ভাইরাস কে ভয় না পেয়ে  সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি