ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে ৮৭০ জন, ২ জনকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৩, ২০ মার্চ ২০২০

হোম কোয়ারেন্টাইনের শর্ত না মানায় কুমিল্লায় দুই জনকে ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড- একুশে টেলিভিশন

হোম কোয়ারেন্টাইনের শর্ত না মানায় কুমিল্লায় দুই জনকে ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড- একুশে টেলিভিশন

করোনা ভাইরাসের শঙ্কায় কুমিল্লায় ৮৭০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ১৭ উপজেলায় ২৮৬ জন প্রবাসীকে নতুন করে এ কোয়ারেন্টাইন ব্যবস্থায় যুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান। 

তিনি জানান, আগত প্রবাসীরা ইতালি, সৌদিআরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান থেকে ফিরেছেন। 
 
অন্যদিকে হোম কোয়রেন্টাইন না মানায় দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার রাতে দাউদকান্দি ও লালমাই উপজেলায় দুই জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। 

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি