ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ থেকে চট্টগ্রামে নামবে না আন্তর্জাতিক ফ্লাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস প্রতিরোধে আজ শনিবার (২১ মার্চ) রাত ১২টার পর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট নামা বন্ধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান।

তিনি জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত হচ্ছে- শনিবার রাত ১২টার পর থেকে মধ্যপ্রাচ্য, তুর্কি, সিঙ্গাপুর, ভারতসহ নির্ধারিত কিছু দেশের ফ্লাইট দেশের কোনো বিমানবন্দরে অবতরণ করবে না।

উল্লেখ্য, শুক্রবার (২০ মার্চ) ফ্লাই দুবাই ও এয়ার এরাবিয়ার ফ্লাইটে যাত্রী এসেছেন চট্টগ্রামে। ফ্লাইটগুলো যথারীতি নিজ গন্তব্যে ফিরেও গেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি