নবাবগঞ্জ ও দোহারে হোম কোয়ারেন্টাইনে ২৬১ জন
প্রকাশিত : ১২:৫৪, ২১ মার্চ ২০২০
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শনিবার সকাল পর্যন্ত ঢাকার নবাবগঞ্জে ২১০ জন ও দোহারে ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ্র সরকার অনুপ।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, ৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরমধ্যে ৩১ জনকে ছাড় পত্র দেওয়া হয়েছে। বর্তমান ৫১ জন হোম কোয়ারেন্টারে আছে। উপজেলার ইমামনগর গ্রামের সুইজারল্যান্ড ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইন ঠিক মতো পালন না করায় তার বাড়ীতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ্র সরকার অনুপ বলেন, প্রবাসীরা দেশে এসে সঠিকভাবে হোম কায়ারেন্টাইন পালন করছেন কি না আমরা প্রশাসনের সহযোগিতায় প্রতিনিয়ত তদারকি করছি।
আরও পড়ুন