নোয়াখালীতে চালের বাড়তি দাম নেয়ায় আড়তদারকে জরিমানা
প্রকাশিত : ১৩:৩৯, ২১ মার্চ ২০২০
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মজুতদারের কাছ থেকে জব্দ করা পেঁয়াজ খোলা বাজারে বিক্রি করেছে।
শুক্রবার সন্ধ্যা হতে রাত পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোকনুজ্জামান খাঁনের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর চৌমুহনী বাজারে গগণ সাহা ট্রেডার্সে অভিযান চালিয়ে বেশি দামে বিক্রির জন্য মজুদ করা ৩১ বস্তা পেঁয়াজ জব্দ করে খোলা বাজারে ৩০ টাকা দরে বিক্রি করে দেয়।
একই সময় জগন্নাথ মিলস্ নামে একটি চালের আড়তে অভিযান চালিয়ে বেশি দাম নেওয়া ও মূল্য তালিকা না থাকায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সদর, সুবর্ণচর এবং হাতিয়া উপজেলায় ২৭ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে দুই লক্ষাধিক টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন