ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুলিশি পাহারায় কোয়ারেন্টাইনে সৌদিফেরত নারী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৭, ২১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশে সৌদি আরবফেরত দুলালী নামে এক নারীকে আটক করে পুলিশ পাহারায় হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন। 

নিজ বাড়িতে জায়গা না থাকায় তাড়াশে বিনসাড়া উচ্চ বিদ্যালয়ে একটি কক্ষে কোয়ারেন্টইন তৈরি করে ওই নারীকে সেখানে রাখা হয়েছে।

এর আগে গত ১১ মার্চ তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। আগামী ২৫ মার্চ পর্যন্ত তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। 

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফ্ফাত জাহান জানান, ‘গত ১১ মার্চ ওই নারী সৌদি আরব থেকে দেশে ফেরেন। বিমানবন্দরে তার শরীরের তাপমাত্রা দেখে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তার ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু তিনি তা না করে ঘুরে বেড়াচ্ছেন।’

তিনি জানান, ‘বিষয়টি জানার পর শুক্রবার বাড়ি থেকে ওই নারীকে ধরে এনে তাড়াশে বিনসাড়া উচ্চ বিদ্যালয়ে একটি কক্ষে হোম কোয়ারেন্টইন তৈরী করে রাখা হয়েছে। এখানে তার খাবার ও বাধরুমের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত গ্রাম পুলিশ পাহারায় তাকে এখানে থাকতে হবে। এ সময়ে তিনি বাড়ির কারো সাথে যোগাযোগ করতে পারবেন না।’

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি