ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ইতালি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০২, ২১ মার্চ ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুরে ইতালি ফেরত রফিকুল ইসলামকে (৪২) কোয়ারান্টাইনের নিয়ম না মানায়  ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামচুজ্জোহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে এই শাস্তিমূলক অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ঐ গ্রামের মুকুল হোসেনের ছেলে। 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামচুজ্জোহা জানান, ‘চরনবীপুরের রফিকুল ইসলাম বেশ কিছু দিন আগে ইতালি থেকে নিজ গ্রামে ফেরেন। কিন্তু তিনি কোয়ারান্টাইনের নিয়ম না মেনে অবাধে চলাফেরা করেন, এমন অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে তার বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা ও নিয়ম মানার নির্দেশ দেয়া হয়।’

তিনি জানান, ‘করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছে উপজেলা প্রশাসন। এক্ষেত্রে সকলকে সচেতনতায় এগিয়ে আসতে হবে। উপজেলায় আগত প্রবাসীদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে।’

এআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি