ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বেনাপোলে এক লাখ ২০ হাজার ডলারসহ পাচারকারী আটক 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫০, ২১ মার্চ ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক লাখ ২০ হাজার মার্কিন ডলারসহ জসিম উদ্দিন (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

শনিবার (২১ মার্চ) সকালে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জসিম বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ধান্যখোলা বিওপিতে কর্মরত হাবিলদার কবির হোসেন এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে জসিম উদ্দিন নামের এক হুন্ডি কারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে এক লাখ ২০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের মূল্য বাংলাদেশি এক কোটি এক লাখ ৬০ হাজার ৪শ‘ টাকা। 

আটক পাচারকারীকে বৈদেশিক মুদ্রা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা  হয়েছে বলে জানান তিনি। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি